বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১১


বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১১

বাংলা বই ডাউনলোডের কিছু ওয়েবসাইট

মুর্চ্ছনা- http://www.murchona.com/
দরিদ্র- http://doridro.com/
ইস্নিপস : জাফর ইকবাল কালেকশন -http://www.esnips.com/web/JafarIqbalCollection/
গ্রন্থমেলা ডটকম -http://www.gronthamela.com/
বাংলা বুক -http://www.banglabook.com/
সময় প্রকাশন -http://www.somoy.com/
রবীন্দ্র রচনাবলী -http://www.robithakur.com/

মুক্তমনা -http://www.mukto-mona.com/new_site/mukto-mona/index.htm
বর্ণমালা -http://www.barnamala.org/
ফ্রি ডটকম বিডি -http://free.com.bd/books/index.php
ইসলামিক বই -http://www.banglakitab.com/kitab.htm
বাংলা আড্ডা -http://banglaadda.chapso.de/bangla-e-books-s225724.html
বেঙ্গলী ইবুক -http://amitbec05.blogspot.com/2008/03/bengali-ebook.html
বাংলা টরেন্টস -http://www.banglatorrents.com/showthread.php?7044-Huge-bangla-ebook-collection
ইসলাম হাউস-১ -http://www.islamhouse.com/pg/9739/books/1

বিশ হাজারেরও বেশি ওয়ার্ড নিয়ে ইংলিশ টু বাংলা ডিকশনারি

http://www.box.net/shared/qscc4×9h4p  প্রথমে  ডিকশনারিটি ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করে নিন। ইন্সটল করার প্রক্রিয়া অন্য সব এপ্লিকেশন সফটওয়্যারের মতো। সফটওয়্যারটি কম্পিউটারে চালু করে সার্চ বক্সে আপনার কাংঙ্খিত শব্দ বা Word টাইপ করুন এবং উপভোগ করুন আপনার কাঙ্খিত শব্দার্থ। size মাত্র ১.৯ মেগা। শব্দসংখা ১৮৩৬৬ টি।

অনলাইনে পডুন ৬০০ এর বেশি ম্যাগাজিন

http://www.maggwire.com/ আপনাকে  দিচ্ছে ৬০০ এর বেশি ম্যাগাজিনের  অনলাইন ভার্ষন।  Pc World, Wired, Forbes, Fortune, WebUser, Money, InStyle এর মত প্রায় সব জনপ্রিয় ম্যাগাজিন এখানে রয়েছে । Businees and News, Technology, Sports, Entertainment, Food and Dining, LifeStyle ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিনগুলোর বিভিন্ন আর্টিকেল । এছাড়াও প্রতিটি ক্যাটাগরিতে রয়েছে আরো কিছু সাব ক্যাটাগরি ।

খুব সহজেই করুন ইংরেজি থেকে বাংলা অনুবাদ

যে কোন ইংরেজি শব্দ বা লাইন বাংলায় অনুবাদ করতে নিচের লিংকে গিয়ে ইংরেজি শব্দ বা লাইনটি লিখে অনুবাদ বাটনে ক্লিক করুন।http://bengalinux.sourceforge.net/cgi-bin/anubadok/index.pl 

বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১১

ডাউনলোড করুন ফ্রী-ইবুক


আপনার প্রয়োজনীয় প্রায় সব ই-বুক ই বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন নিচের লিংক গুলো থেকে
    
     www.ebooks-space.com
        www.ebooksdownloadfree.com
          www.freebookcentre.net
            www.freecomputerbooks.com
              www.e-booksdirectory.com
                 www.fictionwise.com
                    www.planetpdf.com
                       www.ebooklobby.com
                          www.ebooksdock.co.cc

বন্ধ করেদিন বিরক্তিকর ইরর মেসেজ


উইন্ডোজ এক্সপি ব্যবহারের সময় যখনই কোন সমস্যা দেখা দেয়, তখনই এটি ‘Send an Error Report to Microsoft’ এই লেখা সহ একটি উইন্ডো দেখায়। এই মেসেজটি বন্ধ করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
১। My Computer থেকে রাইট ক্লিক করে সিস্টেম Properties খুলে নিন।
২। Advanced Tab এ ক্লিক করে, Advanced Tab টি Active করে নিন।
৩। Error Reporting বাটন এ ক্লিক করুন। ফলে নতুন একটি Window আসবে।
৪। Disable Error Reporting নির্বাচন করে ok করুন। পুনরায় ok করুন।

RAM হিসেবে ব্যবহার করুন পেনড্রাইভ


উইন্ডোস সেভেন ব্যবহারকারীরা যে কোন পেনড্রাইভকেই ব্যবহার করতে পারেন RAM হিসেবে। এজন্য প্রথমে পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন। এরপর My Computer ওপেন করুন। তারপর পেনড্রাইভের Properties ওপেন করুন। Ready Boost ট্যাবটিতে ক্লিক করুন। আপনি যতটুকু জায়গা মেমোরি হিসেবে ব্যবহার করতে চান তা নির্বাচন করুন এবং use this drive এ ক্লিক করে Apply > OK দিন।

সহজেই লুকিয়ে ফেলুন কম্পিউটারের হার্ডডিস্ক


খুব সহজেই আপনার হার্ড ডিস্ক ড্রাইভগুলোকে লুকিয়ে বা স্থগিত করে রাখতে পারেন, যাতে অন্য কেউ ড্রাইভগুলো দেখতে বা প্রবেশ করতে না পারে।
কাজটি যেভাবে করবেনঃ
১। Start Menu > Run এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন।
২। Group Policy নামে একটি Window আসবে।
৩। User configuration > Administrative Templates > Windows Components > Windows Explorer Commend দিন।
৪। ডানপাশে অনেকগুলো Options দেখা যাবে।
৫। ড্রাইভগুলো লুকানোর জন্য “Hide these specified drives in My Computer” এ ডাবল ক্লিক করুন।
৬। নতুন একটি Window আসবে সেখানে Enable নির্বাচন করুন।
৭। নিছে একটি ড্রপ ডাউন মেনু দেখা যাবে। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে যে কোন একটি অথবা সবগুলো ড্রাইভ Hide করার জন্য Restrict all drives নির্বাচন করে Apply > ok করুন।
৮। এবার My Computer খুলে দেখুন ড্রাইভগুলো কোথায় যেন চলে গিয়েছে।
৯। একই নিয়মে ড্রাইভগুলোকে স্থগিত করে রাখতে পারেন।
এর জন্য “Prevent access to drives from My Computer” এ ডাবল ক্লিক করে উপরক্ত ৬ এবং ৭ নং নিয়ম অনুযায়ী কাজটি করে নিতে পারেন।
১০। পূর্বের সেটিংস এ ফিরে যেতে ৬ নং Option এ থাকা অবস্থায় Not Configured করে দিতে হবে।

ওয়েব ডিজাইনের জন্য ১১ টি ফ্রী সফটওয়ার

ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট এর জন্য নিচের সফটওয়ার গুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করা যাবে বিনামূল্যে। KompoZer, QuantaPlus,  BlueFish,  Amaya, NotePad++, Gimp, Inkscape, Kivio, OpenOfficeDraw,  CamStudio, FileZilla. এই সফটওয়ার গুলো ওয়েব ডিজাইনের জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

ফেসবুকে সব বন্ধুদের ইনভাইটেশান পাঠান খুব সহজেই


ফেসবুকে যে কোন পেইজ বা গ্রুপ সব বন্ধুদের একসাথে সাজেস্ট করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন। প্রথমে ‘Suggest to your friends’ বাটনে ক্লিক করুন। এরপর একটি পপ-আপ মেনু ওপেন হবে যাতে থাকবে আপনার বন্ধুদের তালিকা। এরপর ব্রাউজারের এড্রেস বারে টাইপ করুন javascript:fs.select_all()
এবং Enter চাপুন। সবশেষে ক্লিক করুন Send Invitation বাটনে।

ফেইসবুকে চ্যাট করুন মোবাইলের মাধ্যমে


JAVA সমথিত (প্রতিটি সামবিয়ান মোবাইলই জাভা সাপোর্ট করে) মোবাইল দিয়েই ফেসবুকের বন্ধুদের সাথে চ্যাট করতে পারবেনএ জন্য প্রথমে নিচের সফট্ওয়ারটি ডাউনলোড করে নিন।
এরপর কম্পিউটার থেকে ফেসবুকে লগিন করুন। তারপর একাউন্ট সেটিং এ যান। সেখানে Account Security নামে একটি অপশন পাবেন।  “Send me an email” “Send me a text message” অপশন দুইটিতে যদি টিক দেওয়া থাকে তাহলে টিকচিহ্নি গুলি উঠিয়ে দিন। (ব্রিদ্রঃ কারও কারও এ্যাকাউন্টে এই অপশগুলি নাও থাকতে পারে, তবে যদি না থাকে তাহলে কোন সমস্যা নেই)।
এবার ডাউনলোড করা সফট্ওয়ারটি মোবাইলে ইন্সটল করে চালু করুন। এরপর মোবাইল থেকে লগিন স্কিনে আপনার ফেসবুক Username এবং Password দিন। তার “LOGIN” এ ক্লিক করুনএবার দেখুন আপনার বন্ধুরা যারা অনলাইনে আছেন তাদের লিষ্টএবার যার সাথে চ্যাট করবেন তার নামের পাশে একটা ক্লিক করুন। তাহলেই আপনার বন্ধুর সাথে চ্যাটিং শুরু হয়ে যাবে।

ফেসবুকের সব তথ্য সংরক্ষণ করে রাখুন পিসির হার্ডডিস্কে

ফেসবুকের সব তথ্য সংরক্ষণ করতে প্রথমে ফেসবুক একাউন্টে লগ ইন করুন। এরপর Accounts থেকে Account Settings যান। নতুন যে পেইজটি খুলবে এবার একেবারে তার নিচে Download your information নাম একটা ট্যাব পাবেন। সেখানকার Learn More লেখা লিংকে কিক করুন। এরপর Download বাটেন একটি ক্লিক করুন। এবার আপনার ফেইসবুক মেইল অ্যাকাউন্টে একটি মেইল পাবেন (মেইল পেতে কয়েক ঘন্টা দেরি হতে পারে) মেইলে একটা লিংক পাবেন। লিংকটিতে কিক করুন। নতুন যে পেঁজটি খুলবে সেখানে আপনার ফেইসবুকের পাসওয়ার্ডটি লিখুন। এবার ডাউনলোডে কিক করলে আপনার ফেইসবুকের তথ্যগুলো ডাউনলোড হওয়া শুরু করবে।

সনাক্ত করুন ভুয়া ইমেইল


ভুয়া আইডি গুলো শনাক্ত করার জন্য ব্যবহার করতে পারেন Email Addresses Checker. ইমেইল এড্রেস চেকার একটি  মেইল চেকার সার্ভিস যার মাধ্যমে সন্দেহকৃত ইমেইলের ভ্যালিডিটি চেক রা যায়। সাইটের ইমেইল আইডির বক্সে গিয়ে কাঙ্কিত আইডি ইনপুট দিন, এবং চেক বাটনে ক্লিক করুন।মেইল আইডি ভ্যালিড হলে টিক চিহ্ন থাকবে এবং ইনভেলিড হলে ক্রস থাকবে।সাইটিটে ভিজিট করুন নিজের লিংক থেকে http://tools.email-checker.com/