ফেসবুকের সব তথ্য সংরক্ষণ করতে প্রথমে ফেসবুক একাউন্টে লগ ইন করুন। এরপর Accounts থেকে Account Settings যান। নতুন যে পেইজটি খুলবে এবার একেবারে তার নিচে Download your information নাম এ একটা ট্যাব পাবেন। সেখানকার Learn More লেখা লিংকে কিক করুন। এরপর Download বাটেন একটি ক্লিক করুন। এবার আপনার ফেইসবুক মেইল অ্যাকাউন্টে একটি মেইল পাবেন (মেইল পেতে কয়েক ঘন্টা দেরি হতে পারে)। মেইলে একটা লিংক পাবেন। লিংকটিতে কিক করুন। নতুন যে পেঁজটি খুলবে সেখানে আপনার ফেইসবুকের পাসওয়ার্ডটি লিখুন। এবার ডাউনলোডে কিক করলে আপনার ফেইসবুকের তথ্যগুলো ডাউনলোড হওয়া শুরু করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন