বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১১

ফেইসবুকে চ্যাট করুন মোবাইলের মাধ্যমে


JAVA সমথিত (প্রতিটি সামবিয়ান মোবাইলই জাভা সাপোর্ট করে) মোবাইল দিয়েই ফেসবুকের বন্ধুদের সাথে চ্যাট করতে পারবেনএ জন্য প্রথমে নিচের সফট্ওয়ারটি ডাউনলোড করে নিন।
এরপর কম্পিউটার থেকে ফেসবুকে লগিন করুন। তারপর একাউন্ট সেটিং এ যান। সেখানে Account Security নামে একটি অপশন পাবেন।  “Send me an email” “Send me a text message” অপশন দুইটিতে যদি টিক দেওয়া থাকে তাহলে টিকচিহ্নি গুলি উঠিয়ে দিন। (ব্রিদ্রঃ কারও কারও এ্যাকাউন্টে এই অপশগুলি নাও থাকতে পারে, তবে যদি না থাকে তাহলে কোন সমস্যা নেই)।
এবার ডাউনলোড করা সফট্ওয়ারটি মোবাইলে ইন্সটল করে চালু করুন। এরপর মোবাইল থেকে লগিন স্কিনে আপনার ফেসবুক Username এবং Password দিন। তার “LOGIN” এ ক্লিক করুনএবার দেখুন আপনার বন্ধুরা যারা অনলাইনে আছেন তাদের লিষ্টএবার যার সাথে চ্যাট করবেন তার নামের পাশে একটা ক্লিক করুন। তাহলেই আপনার বন্ধুর সাথে চ্যাটিং শুরু হয়ে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন